ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বালিথা (গাজীর বাগান) জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা প্রাঙ্গণে ১৪ তম বার্ষিকী ৩দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজ শনিবার থেকে শুরু হচ্ছে। মাহফিলে ১ম দিন শনিবার (২৫ জানুয়ারি) ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাস্বিরে কুরআন মুফতি মাও. মো. বজলুর রশিদ মিয়া (কাহালু, বগুড়া)। ২দিন রবিবার (২৬ জানুয়ারি) আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখবেন গোপালগঞ্জ জেলা আ’লীগের সদস্য শেখ মো. মোত্তাহিদুর রহমান (শিরু)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ হযরত মাও. আব্দুল আজিজ জিহাদী (বগুড়া)।
৩য় দিন সোমবার (২৭ জানুয়ারি) ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি শাহিদুর রহমান (ঢাকা)। মাহফিলে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন কর্তৃপক্ষ।
বালিথায় ৩দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/