Site icon suprovatsatkhira.com

বহেরা হাইস্কুলে ভোট উপলক্ষে চলছে প্রচার প্রচারণা

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: আগামী ২৫ জানুয়ারি শনিবার স্টুডেন্ট কেবিনেট নির্বাচন উপলক্ষে বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রার্থীদের চলছে ব্যাপক প্রচার প্রচারণা, স্কুলের চারদিকে শুধু প্রচারপত্র আর ব্যানারে ভরপুর। বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে আনন্দের জোয়ার বইছে মনে হচ্ছে এ যেন জাতীয় নির্বাচন। জানা যায়, এ বিদ্যালয়ে ১০ম শ্রেণি থেকে ৪জন, ৯ম শ্রেণিতে ২জন, ৮ম শেণীতে ৩জন, ৭ম শ্রেণিতে ৫জন, ৬ষ্ঠ শ্রেণি থেকে ৬জন প্রার্থী নির্বাচনে অংশ্রহণ করে প্রচার প্রচারণা চালাচ্ছে। বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমুজ্জামান জানান,
নির্বাচনের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চাসহ একে অপরকে সহযোগিতা করা, শ্রদ্ধা প্রদর্শন, শতভাগ শিক্ষার্থী ভর্তি ও ঝরে পড়া রোধে সহযোগিতা, পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে অংশ গ্রহণ নিশ্চিতসহ ক্রীড়া, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত হয়। শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে আট সদস্যের স্টুডেন্ট কেবিনেট। ষষ্ঠ থেকে দশম শ্রেণির যেকোনো ছাত্রছাত্রী নির্বাচনে প্রার্থী হতে পারবে। একজন ভোটার সর্বোচ্চ আটটি ভোট দেবে। এর মধ্যে প্রতি শ্রেণিতে একটি করে এবং যেকোনো তিন শ্রেণিতে সর্বোচ্চ দুটি করে ভোট দিতে পারবে। প্রতি শ্রেণি থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হবে। পাঁচ শ্রেণিতে পাঁচজন নির্বাচনের পর তাদের মধ্য হতে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তিনজন নির্বাচিত হবে। একজন ক্ষুদে প্রার্থী মাজরিয়া সুলতানা দিয়া বলেন আমাদের খুব আনন্দ লাগছে বিজয়ী হয়ে আমরা স্কুলের পরিবেশ উন্নয়নের কাজ করতে চাই।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version