জানুয়ারি ১০, ২০২০
বঙ্গবন্ধু ছিলেন নির্যাতিত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর : এমপি রবি
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উদ্যাপনের ক্ষণগণনার উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধনের পর জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। আমরা সৌভাগ্যবান জাতি আমরা বঙ্গবন্ধুর মত একজন মহান ব্যক্তির জন্ম শতবার্ষিকী পালন করতে যাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বহির্বিশ্ব হিমালয়ের সাথে তুলনা করেছেন। তিনি ছিলেন নির্যাতিত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। যারা দেশের স্বাধীনতা চায়নি তারা আজও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের সজাগ থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আমরা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন করব।’ এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মো. ছাদেকুর রহমান, হুসাইন শওকত, আবু সাঈদ, অতিরিক্ত এম.এম মাহমুদুর রহমান, এস.এম আফজাল হোসেন, বাসু দেব, দেবাশীষ চৌধুরী, অধ্যাপক আবু আহমেদ প্রমুখ। 8,478,578 total views, 747 views today |
|
|
|