জানুয়ারি ২৩, ২০২০
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সুশাসনের কোন বিকল্প নেই : জন প্রশাসন সচিব ইউসুফ হারুন
পাইকগাছা প্রতিনিধি: জন প্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে সুশাসনের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন। তিনি বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন জেলা ও বিভাগীয় দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সমাজের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, আর্থ সামাজিক উন্নয়ন, বিদ্যুৎ, প্রযুক্তি, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে প্রশংসা অর্জন করেছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত ভাবনা-চিন্তা বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকসই উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। তিনি গোপালগঞ্জের টঙ্গীপাড়ার কথা সারণ করে বলেন, বঙ্গবন্ধু যে স্থানে শুয়ে আছে আমি সেখানেই জেলা প্রশাসনের দায়িত্ব পালনে সৌভাগ্যের কথা জানিয়ে তিনি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, সাবিনা ইয়াসমিন মালা, গাজী মোহাম্মদ আলী, মোহাম্মদ আরাফাতুল আলম প্রমুখ। 8,583,495 total views, 182 views today |
|
|
|