Site icon suprovatsatkhira.com

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র পেতাম না : আসাদুজ্জামান বাবু

নিজস্ব প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষ্যে আমাদের ভাবনা শীর্ষক আলোচনা সভা ও দাখিল পরীক্ষার্থীদের বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় আখড়াখোলা-মুকুন্দপুর দাখিল মাদ্রাসায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপার মাও: মো. আব্দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য, মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র পেতাম না। শিশু কাল থেকেই বঙ্গবন্ধু এদেশের মাটি ও মানুষকে ভালবাসতেন। বঙ্গবন্ধুর কারণেই বাঙালী পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। তিনি একটি সুখি সমৃদ্ধি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু এদেশেরই এক শ্রেণির কুচক্রী মহল পাকিস্তানি পেতাত্তাদের হাতে স্বপরিবারে শাহাদাৎ বরণ করেন। তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বর্তমান সরকার উন্নয়নের সরকার। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা সহ বিভিন্ন সেক্টরে উন্নয়নের ধারা অব্যহত। আখড়াখোলা-মুকুন্দপুর দাখিল মাদ্রাসা এমপিও হওয়ায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি আরো বলেন, ইতিপূর্বে কোন সরকারই সে উন্নয়ন করতে পারিনি। পরে বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version