Site icon suprovatsatkhira.com

পৌর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে পালিত

ডেস্ক রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় এমপি রবি বলেন, ‘১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও বাঙালীরা স্বাধীনতার স্বাদ লাভ করে ১০ জানুয়ারি ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। বঙ্গবন্ধু ছিলেন নির্যাতিত মানুষের কণ্ঠস্বর। আমরা বাঙালীরা বীরের জাতি। সারা বিশ্বকে জানান দিয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদ্যাপন ও মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন করতে চাই।’ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, মোহাম্মদ আবু সায়ীদ, শেখ মুশফিকুর রহমান মিল্টন, শেখ আব্দুস সেলিম প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version