জানুয়ারি ১৫, ২০২০
পারুলিয়া সাপমারা খাল খননে অনিয়মের অভিযোগ : নাম মাত্র কাজ করেই কোটি কোটি টাকা আত্মসাতের পাঁয়তারা!
মীর খায়রুল আলম: দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের সাপমারা খাল পুন:খনন ও সংস্কারের কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাওবো) সাতক্ষীরার অধীনে ১৯ কিলোমিটার খাল পুন: খনন কাজ চলমান রয়েছে। সরেজমিনে দেখা গেছে, খালের দু পাশের অসংখ্য কাঁচা-পাকা ঘর উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ হওয়ার পরেও অনেক স্থানে টিকে আছে প্রভাবশালীদের ভবন। তবে স্থানীয় লোকজনের অভিযোগ, এই খাল খননে অনিয়ম হচ্ছে। খালের তলদেশ খনন না করে শুধু পাড়ের মাটি কেটে প্রস্থ বাড়ানো হচ্ছে। সেই মাটি আবার খালের পাড়েই ফেলে রাখা হচ্ছে। এতে তো কোনো লাভ হবে না, উল্টো ক্ষতি হবে। বর্ষা এলে পাড়ে রাখা মাটি ধসে আবার খালে পড়বে। তখন খাল আরও ভরাট হবে, জলাবদ্ধতা বেড়ে যাবে। সাপমারা খাল পুনঃ খননের জন্য বরাদ্দ করা খনন কাজেই যদি ত্রæটি থাকে তাহলে এই টাকা যে জলে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। দেশে নদী-খাল খননে অনিয়ম-দুর্নীতি একটি পুরোনো অভ্যাস। এ ধরনের ঘটনার অনেক নজির রয়েছে। অনিয়মের কারণে বহু প্রকল্প ব্যর্থ হয়ে যায়। যে উদ্দেশ্যে প্রকল্প নেওয়া হয়, তা পূরণ করতে পারে না। প্রকল্প বাস্তবায়নের নামে এভাবে জনগণের টাকা নয় ছয় করা আর কত দিন চলবে? 8,478,107 total views, 276 views today |
|
|
|