পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় চক্রবাক সংগীত বিদ্যালয়ের সংগীত প্রতিযোগিতা, গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় মোট ৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে স্থানীয় পাটকেলেশ্বরী তীর্থক্ষেত্র প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি নারায়ন সাধু । চক্রবাক সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ ডাক্তার সুমন কুমার দাশ নির্মলের সার্বিক পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার খুলনার সংগীত প্রযোজক শেখ আব্দুস সালাম, সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ বেতার খুলনার বাদ্যযন্ত্রী রণজিৎ গোলদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিরা মহিলা কলেজের অধ্যাপক প্রশান্ত কুমার রায়, সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সঞ্জয় মন্ডল, ব্যবসায়ী দেবাশীষ বিশ্বাস প্রমুখ। পাটকেলঘাটা পপুলার ক্লিনিক ও লোকনাথ নার্সিং হোমের পক্ষ থেকে অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা প্রদান করা হয়। পিএসসি ২০১৮ তে গোল্ডেন প্রাপ্তদের মধ্যে ৪জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।
পাটকেলঘাটায় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/