Site icon suprovatsatkhira.com

পাওনা টাকা চাওয়ায় হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট: পাওনা টাকা চাওয়ায় সাতক্ষীরা শহরের ইটগাছা এলাকার নুরুল ইসলাম কর্তৃক সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন, শহরের ইটাগাছা (মানিকতলা) এলাকার আবুল কালাম মোল্লার ছেলে ভুক্তভোগী খোরশেদ আলম। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, নুরুল ইসলাম আমার আপন মামা। আমি বিগত ২০০৩ সাল থেকে ২০১৯ সাল পযর্ন্ত কুয়েত প্রবাসী ছিলাম। প্রবাসে থাকাকালীন আমি প্রতিমাসে বাড়িতে নিয়মিত টাকা পাঠাতাম। আমি বিদেশ যাওয়ার আগে ও বিদেশ থাকাকালীন সময়ে আমার মামা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আমার আম্মা ও আমার স্ত্রী রুনা পারভীনের নিকট থেকে মোট ৯ লক্ষ ১৯ হাজার টাকা ধার স্বরূপ গ্রহণ করেন। তারপর আমি বিগত ২০১৯ সালে বিদেশ থেকে নিজ বাড়িতে ফিরে আসি। এরপর আমার মামা নুরুল ইসলামের নিকট আমার পাওনা টাকা চাইতে থাকি। টাকা চাইলে তিনি তাল বাহানা শুরু করেন এবং উল্টো আমাদের উপর ক্ষিপ্ত হন। টাকা চাইলে আমাদের খুন জখমেরও হুমকি দিতে থাকেন। এরই জের ধরে বিগত ২০১৯ সালের ৮ই ডিসেম্বর আমি যশোর থেকে আমার ছোট ভাই আব্দুল হান্নানের নিকট থেকে জমি বিক্রির বায়না বাবদ ১ লক্ষ ০৫ হাজার টাকা নিয়ে রাতে বাড়িতে ফেরার পথে আমার গেটের সামনে আমার মামা নুরুল ইসলাম এবং তার সঙ্গীয় সাইফুল ইসলাম, সাহেদ, মো. মামুন, ফয়সালসহ অজ্ঞাত আরো ২/৩ জন সন্ত্রাসী দা, লোহার রড, জি.আই.পাইপ, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর অতর্কিত হামলা করে। তিনি আরো বলেন, আমার উপর হামলা ঘটনায় আমি উক্ত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে গত ১৪ জানুয়ারি সদর থানায় একটি মামলা দায়ের করি। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা ইটাগাছা পুলিশ ফাঁড়ির এস.আই আব্দুল হালিম আসামিদের আটক না করে তাদের সাথে সখ্যতা গড়ে তুলেছে। বর্তমানে তারা বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের হত্যার হুমকি অব্যাহত রেখেছে। এর ফলে আমরা তাদের ভয়ে মানবেতর জীবনযাপন করছি। এমতাবস্থায় তিনি (খোরশেদ) উক্ত আসামিদের গ্রেফতারসহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সাতক্ষীরার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version