পাইকগাছা প্রতিনিধি: প্রাকৃতিক উৎস নদী বা সাগর থেকে অবৈধভাবে পারিশা মাছের পোনা আহরণের অভিযোগে পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালত ১০ ব্যবসায়ী ও ট্রলার মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলিয়া সুকায়না শিববাটি ব্রিজের নিকট নদী তীরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ ব্যবসায়ী ও ট্রলার মালিকের এ জরিমানা করা হয়। ব্যবসায়ীরা হলেন, মো: হাবিবুর রহমান, খোকন গোলদার, ইব্রাহীম গাজী, মাসুম বিল্লাহ, আয়ুব গাজী, ইউসুফ শেখ, জামাল সরদার, শহিদ, সোহেল রানা। আদালত এদের প্রত্যেকের নিকট থেকে ৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ৫ লক্ষাধিক টাকার পোনা নদীতে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওসি এমদাদুল হক শেখ, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ, এসআই নিমাই রায়, মিন্টু মিয়া, মো: জাহিদ, এএসআই কামরুজ্জামান, নাছির উদ্দীন সহ অনেকে।
পাইকগাছায় পারিশার পোনা আহরণের অভিযোগে ১০ জনের জরিমানা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/