পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ব্যাপক প্রচারনা শেষে আমন ধান সংগ্রহ শুরু হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা খাদ্য গুদাম চত্বরে সরকারি মূল্য কেজি প্রতি ২৬ টাকা দরে ১ টন ধান ক্রয় করে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। সংশ্লিষ্ট দপ্তর জানান, সরকারি নির্দেশনা মতে ১টি পৌরসভা ও ১০ ইউনিয়ন থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ১ হাজার ৭ শ ৯৬ জন কৃষকের কাছ থেকে ১ টন করে ১,৭৯৬ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মনিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, যুবউন্নয়ন কর্মকর্তা মো: রেজাউল করিম, খাদ্য গুদাম কর্তকতা মো: হাবিবুর রহমান, স্থানীয় অনুকুল সরকার, অনাথ বন্ধু সরকার, আঃ রাজ্জাক, নারায়ন চন্দ্র সিংহ, প্রনব সরদার ও কৃষক বিশ্বনাথ দাশ।
পাইকগাছায় আমন ধান সংগ্রহের উদ্বোধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/