Site icon suprovatsatkhira.com

নকিপুর পাইলট স্কুলের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে রাজনের সর্বোচ্চ ভোটে জয়ী

শ্যামনগর অফিস: নকিপুর সরকারি এইচ.সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে ৯ম শ্রেণির ছাত্র শেখ রমিউজ্জামান রাজন সর্বোচ্চ ২১০ ভোট পেয়ে জয়ী হয়েছে। সে বংশীপুর চিংড়ি বণিক সমিতির সভাপতি শেখ কামরুজ্জামান কচির পুত্র। ২৫ জানুয়ারি সারা দেশের ন্যায় শ্যামনগরের নকিপুর সরকারি এইচ.সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ীরা হলো- শেখ রমিউজ্জামান রাজন (৯ম শ্রেণি) সর্বোচ্চ ২১০ ভোট, রাকিবুল আলম (১০ম শ্রেণি) ২০২ ভোট, ৮ম শ্রেণির জিৎ মুখার্জী ১৩৯ ভোট, আফিয়া তাবাচ্ছুম ১০৬ ভোট, মুরাদ হাসান ৭৩ ভোট, ৭ম শ্রেণির সাদ বিন আশিক ১২০ ভোট, সাম্য রায় চৌধুরী ১৩৭ ভোট, ৬ষ্ট শ্রেণির সানিয়া আক্তার মুন্নী ৩৬ ভোট পায়। সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্যাহ আল মামুন, প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান এর উপস্থিতিতে ১০ম শ্রেণির ছাত্র নির্বাচন কমিশনার মুহিত পারভেজ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version