Site icon suprovatsatkhira.com

দেবহাটায় পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ!

নিজস্ব প্রতিনিধি: লোকের ভালো দেখতে না পেরে দেবহাটার পাতনার বিলের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিয়েছে এক ব্যক্তি। সে উপজেলার কোঁড়া গ্রামের মৃত মেছের আলীর ছেলে সেলিম হোসেন। বিষয়টি নিয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়েরও হয়েছে। জানা গেছে, কোঁড়া, মোহাম্মাদালীপুর, এনামপুর সহ আশ পাশের এলাকার দীর্ঘদিনের জনসাধারণের পানি নিষ্কাশনের পথ প্রভাব খাটিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এতে বর্ষার মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি শতাধিক বিঘার ফসলি জমির ফসল বিনষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এমনকি চলতি মৌসুমে ধানের আবাদ করতে বাধার মুখে পড়েছেন কৃষকরা। কয়েকজন কৃষক জানান দীর্ঘ কয়েক যুগ ধরে পার্শ্ববর্তী এলাকার পানি নিষ্কাশন ও মৎস্য, কৃষি জমির পানি ওঠা নামার জন্য সবাই মিলে একটি শাখা খাল বা ড্রেন তৈরি করি। কিছুদিন আগে পানি নিষ্কাশনের জন্য টাকা তুলে ড্রেনটি পরিষ্কার করা হয়েছে। গত রবিবার সেলিম গায়ের জোর দেখিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়। পরে বিষয়টি নিয়ে দেবহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তার পরেও সোমবার ঐ ব্যক্তি পেশি শক্তি দিয়ে জনসাধারণের পানি নিষ্কাশনের পথ আটকে দিতে থাকে। পরে পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়েছে। আমরা জনসাধারণের কল্যাণার্থে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এদিকে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, পানি নিষ্কাশনের বিষয় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি নিয়ে যাতে কোন প্রকার শান্তি নষ্ট না হয় সে জন্য একজন অফিসারের উপর দায়িত্ব অর্পণ করে সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version