জানুয়ারি ২১, ২০২০
তালা উপজেলা মানব পাচার কমিটির সদস্যদের সাথে সিডব্লিউসিএস-এর সমন্বয় সভা
তালা প্রতিনিধি: সেন্টার ফর উইমেন এন্ড চিলড্রেন স্টাডিজ (সিডব্লিউসিএস) এবং প্রবাসী কল্যাণ শাখার যৌথ উদ্যোগে টঘঙউঈ এর আর্থিক সহযোগিতায় তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২১ জানুয়ারি জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য সচিব নাজমুন নাহারের সভাপতিত্বে মানব পাচারের শিকার ভিকটিমদের উদ্ধার, প্রত্যাবাসন এবং প্রয়োজনীয় সেবা প্রদানের লক্ষে জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ঘোষ। প্রকল্পটি সম্পর্কে সেন্টার ফর উইমেন এন্ড চিলড্রেন স্টাডিজের কো-অর্ডিনেটর মো: নজরুল ইসলাম বলেন, মানব পাচার একটি রাষ্ট্রীয় অপরাধ, এই অপরাধকে নির্মূল করতে হবে তাই জিও এনজিও এক সাথে কাজ করতে হবে, সিডাবিøউসিএস সাতক্ষীরা জেলায় মানব পাচারের শিকার নারী-পুরুষ এবং শিশুদেরকে উদ্ধার, প্রত্যাবাসন, স্বাস্থ্যসেবা, মনো-সামাজিক কাউন্সিলিং, সংলিপ্ত সময়ের জন্য আশ্রয় কেন্দ্রে থাকা-খাওয়া, জামা-কাপড় ও বিনোদনের ব্যবস্থা, প্রয়োজনে আইনি সহায়তা, অভিভাবকদের কাছে হস্তান্তর এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষে সিডাবিøউসিএস কাজ করে যাচ্ছে। তিনি জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দের কাছে অনুরোধ করেন যে, উদ্ধারপ্রাপ্ত ভিকটিমদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার লক্ষে সিডাবিøউসিএস কর্তৃক পরিচালিত ট্রানজিট শেল্টার হোমে প্রেরণ বা সংবাদ প্রদানের জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। প্রধান অতিথি বলেন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ এবং মানব পাচার প্রতিরোধে সবাইকে সমন্বিত ভাবে কাজ করার জন্য আহবান জানান। 8,626,905 total views, 6,455 views today |
|
|
|