ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় বিল্লাল কর্তৃক সরকারী ইজারাকৃত সম্পত্তিতে নির্মিত দোকান ঘর জবর দখল, হয়রানি ও মিথ্যামালায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন, তালা উপজেলার চর গ্রামের মৃত আতাউল্লাহ’র ছেলে ভুক্তভোগী আব্দুল লতিফ পাড়। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর থেকে সরকারি খাস জমিতে দোকান ঘর নির্মাণ করে আমি ভোগ-দখল করতে থাকি। এরপর ২০১৩ সালে তালা উপজেলা ভূমি অফিস থেকে আমি ও আমার কন্যা বিকুলি পারভীন বৈধভাবে জেঠুয়া বাজারে ১নং খাস খতিয়ানের ৪২২ দাগের ১৫ বর্গমিটার জমির উপর আমার নির্মিত দোকান ঘর বন্দোবস্ত পাই। এরপর সেখানে আমার নির্মিত ভোগ-দখলীয় দোকান ঘরের সংস্কার কাজ করতে গেলে চর গ্রামের এনায়েত আলী পাড়ের ছেলে বিল্লাল হোসেন পাড় আমার কাজে বাধা সৃষ্টি করে। সে ওই সম্পত্তি ওয়ারেশ সূত্রে দাবি করে। এরপর স্থানীয় তহসিলদার এসে আমার কাজ বন্ধ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে হাজির হতে বলেন। আমি নির্ধারিত দিনে হাজির হলে আমার নিকট থেকে ঘটনার বিবরণ শুনে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুবুর রহমান (দায়িত্ব প্রাপ্ত সহকারী কমিশনার ভূমি) সরেজমিন হাজির হলে তিনি আমার ও আমার কন্যার পক্ষে ভোগ দখলের লিখিত আদেশ দেন। পরবর্তীতে বিল্লাল আবারও ২০১৮ সালে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মাহমুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি), সার্ভেয়ার, তহসিলদার সরেজমিনে এসে তদন্ত করার পর জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল গত ২৭ মে ১৯ তারিখে আমাদের পক্ষে উভয়ের স্বাক্ষরিত চুড়ান্ত আদেশ প্রদান করেন।
তিনি বলেন, বন্দোবস্তের চুড়ান্ত আদেশ পেয়ে শান্তিপূর্ণ ভাবে সেখানে আমি ও আমার মেয়ে ব্যবসা করে আসছিলাম। এক পর্যায়ে গত ১০ জানুয়ারি বিল্লাল তার একদল ভাড়াটিয়া গুন্ডাদের দিয়ে আমাদের দোকান ঘর ভাঙচুর করে এবং আমাদের বেধড়ক মার পিঠ করে। নগদ ৫০ হাজার টাকার ছিট কাপড় এবং আমার দোকানে থাকা ৭৬১টি নারিকেল লুট করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ছুটে আসলে তারা আমাদের জীবন নাশ ও মিথ্যা মামলার হুমকি দিয়ে ঘটনা স্থল ত্যাগ করে। এমতাবস্থায় তিনি (লতিফ পাড়) বিল্লাল ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে দোকারঘর রক্ষাসহ তাদের জীবন বাঁচাতে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
তালায় মিথ্যে মালায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/