Site icon suprovatsatkhira.com

তালায় অবৈধভাবে বালু উত্তোলন: ইউএনও’র অভিযানে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা

তালা প্রতিনিধি: তালা উপজেলায় পরিবেশ বিপর্যয় ঠেকাতে নিয়মিত অভিযান শুরু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। এরই ধারাবাহিকতায় ১লা জানুয়ারি দুপুর ২ টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশেই শুভাষিনী নামক স্থানে ভূগর্ভ বালু উত্তোলনের দায়ে ২ জনকে আটক করা হয়। পরবর্তীতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যানকে ২ লক্ষ টাকা ও অন্য ২ বালু উত্তোলনকারীকে ৫ হাজার টাকা করে অর্থদন্ড দেয়া হয়েছে। এ ঘটনার পর একই এলাকার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মদনপুর নামক স্থানের পশ্চিমপাশে সিদ্দিক মোড়লের মৎস্য ঘের হতে বালু উত্তোলনের আরো একটি তথ্য সরবরাহ করে স্থানীয় গ্রাম পুলিশ। তিনি তাৎক্ষণিকভাবে গ্রাম পুলিশদেরকে বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিদের আটক করার নির্দেশ দেন। গ্রাম পুলিশের চৌকশ দল ঘটনাস্থলে পৌঁছালে বালু উত্তোলনের সাথে জড়িত আনোয়ার আজাদ সহ কিছু স্থানীয় লোকজন নিজেদেরকে এক পুলিশ কর্মকর্তার দোহায় দিয়ে আইনি কাজে বাধা প্রদান করতে থাকে। এক পর্যায়ে ইউএনও পুলিশ কর্মকর্তার আত্মীয় পরিচয়দানকারী সহ বালু উত্তোলনের সাথে যারা জড়িত তাদেরকে সাথে নিয়ে কার্যালয়ে যেতে বলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version