Site icon suprovatsatkhira.com

ঝাউঙ্গায় গাছে গাছে ঝুলছে নানা রঙের সাইন বোর্ড

ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় গাছে গাছে ঝুলছে বিভিন্ন প্রতিষ্ঠানের নানান রঙের সাইন বোর্ড। শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে ঝাউডাঙ্গার যশোর সাতক্ষীরা সড়কের দীর্ঘ ১-২কিঃমিঃ রাস্তার দুই পার্শ্বে গাছের গায়ে পেরেক মেরে সাইন বোর্ড লাগানো দেখা যায়। বিভিন্ন গুরুত্বর্পূণ সড়কের মোড়ে মোড়ে অবস্থিত বৃক্ষের শরীরে বড় বড় লোহার পেরেক মেরে অনেক নামী-দামি ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছোট বড় সাইন বোর্ড এবং বিলবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে। গাছের প্রতি এ নিষ্ঠুর আচরণ দেশের বন আইনে দন্ডনীয় অপরাধ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে না। শত শত পেরেক ফুটানো হুলের প্রচন্ড যন্ত্রণা নিয়ে নীরবে কাঁদছে বিভিন্ন জাতের বৃক্ষগুলো। মহা বিজ্ঞানী জগদীশ বসু প্রমাণ করেছেন যে বৃক্ষের জীবন আছে। তাই তো যার জীবন আছে তার যন্ত্রণা অনুভবের অনুভূতিও আছে। যুগের পর যুগ লোহার পেরেকের বিষাক্ত যন্ত্রণা নিয়ে জীব জগৎকে বাঁচিয়ে রাখতে অক্সিজেন নামক জীবনী শক্তি দিয়েই যাচ্ছে ওই আহত বৃক্ষগুলো। “গাছ লাগাও পরিবেশ বাঁচাও” অর্থাৎ পরিবেশ রক্ষার্থে গাছের সাথে এ নিষ্ঠুর আচরণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীরা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version