Site icon suprovatsatkhira.com

খুলনায় মুজিববর্ষের ক্ষণগণনার শুভ উদ্বোধন

৬৬ দিন পরেই শুরু হতে যাচ্ছে মুজিববর্ষ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে আগামী ১৭ মার্চ ২০২০ হতে ১৭ মার্চ ২০২১ সময়কালকে বাঙালি জাতি মুজিববর্ষ হিসেবে উদযাপন করবে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মুজিববর্ষ উদযাপনের ক্ষণগণনা শুরু হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই ক্ষণগণনার শুভ উদ্বোধন করেন। ক্ষণগণনার এই শুভ উদ্বোধন অনুষ্ঠানটি শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে খুলনার শহিদ হাদিস পার্কেও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়। এসময় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো: আক্তারুজ্জামান বাবু, বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা বিশ্বাবদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রোফেসর ড.মুহাম্মদ ফায়েক উজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মেট্রোপলিটান পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ: মহিদ উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সামাজিক সংস্কৃতিক সংগঠনের নেতৃত্ববৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও সর্বস্তরের মানুষ বিপুল উৎসাহ নিয়ে উপস্থিত ছিলেন। পিআইডি

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version