Site icon suprovatsatkhira.com

খাল খননে ক্ষতিগ্রস্তদের সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা প্রাণ সায়র খালের মাগুরা গোপিনাথপুর মৌজায় রেকর্ডীয় সম্পত্তির উপর দিয়ে খাল খননে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে লিখিত বক্তব্যে মাগুরা গ্রামের শেখ মতিয়ার রহমানের ছেলে শেখ রবিউল ইসলাম এলাকাবাসীর পক্ষে এ অভিযোগ করেন। লিখিতি বক্তব্যে তিনি বলেন, আমরা লাবসা ইউনিয়নের থানাঘাটা ব্রিজ সংলগ্ন থেকে মাগুরা বৌ বাজার এলাকার স্থায়ী বাসিন্দা। আমরা দীর্ঘদিন উক্ত স্থানে রেকর্ডীয় ও ক্রয় সূত্রে প্রাপ্ত হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। সম্প্রতি সাতক্ষীরা প্রাণ সায়র খাল খনন শুরু হয়েছে। আমরা প্রাণ সায়র খাল খননকে স্বাগত জানাই। কিন্তু খাল খননের নামে এলাকায় কোন নোটিশ না দিয়ে এবং কোন প্রকার সীমানা নির্ধারণ না করে খনন কার্যক্রম শুরু করেছে। সেখানে বড় বড় গাছপালা এবং পাকা স্থাপনা ছিল। কিন্তু সেগুলো কোন প্রকার পূর্ব নোটিশ ছাড়া সম্পূর্ণ জোরপূর্বক রেকর্ডীয় সম্পত্তিতে থাকা উক্ত স্থাপনা ভেঙে ও গাছপালা কেটে উজাড় করে দিয়েছে। এ ঘটনায় অত্র এলাকায় প্রায় শতাধিক মানুষের গাছপালা, পাকা স্থাপনাসহ প্রায় ৫০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা খাল খননের পক্ষে। কিন্তু খাল খননে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের যথাযথ ক্ষতিপূরণ দিয়ে খাল খননের দাবি জানাচ্ছি। সংশ্লিষ্ট ঠিকাদারকে রেকর্ডীয় সম্পত্তির উপর দিয়ে জোরপূর্বক খাল খনন না করা এবং ক্ষতিপূরণের দাবি জানালে তারা এলাকা বাসীর কথায় কর্ণপাত না করে দাপট দেখিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা এলাকা বাসীর পক্ষ থেকে উক্ত এলাকায় রেকর্ডীয় সম্পত্তির উপর দিয়ে খাল খনন করায় ক্ষতিগ্রস্তদের দ্রæত ক্ষতিপূরণ এবং সরেজমিনে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version