Site icon suprovatsatkhira.com

কাশিমাড়ীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জেএসসি জেডিসি পরীক্ষায় নজরকাড়া সাফল্য

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা সদ্য প্রকাশিত জেএসএসি জেডিসি পরীক্ষায় নজর কাড়া সাফল্য অর্জন করেছে। এরমধ্যে জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ.ইউ.এম গোলাম বারী জানান, অত্র মাদ্রাসাটি বরাবরের মত এবারও জেডিসি পরীক্ষার ফলাফলে শ্যামনগর উপজেলার শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। এ বছর মাদ্রাসা হতে জিপিএ -৫ পেয়েছে ১১ জন, এ গ্রেড ৩৩জন, এ – গ্রেড ১৫ জন, বি গ্রেড ৮জন এবং সি গ্রেড পেয়েছেন ১২জন। মাদ্রাসাটির মোট ৭৯ জন পরীক্ষার্থী সবাই পাশ করেছে। এদিকে গোবিন্দপুর এএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ গাজী মো. সফিকুল ইসলাম বলেন, জেএসসি পরীক্ষায় প্রতিবারের ন্যায় এবারও বিদ্যালয়টির শিক্ষার্থীরা অভাবনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। এ বছর অত্র বিদ্যালয় হতে জিপিএ পাঁচ পেয়েছে ৪ জন, এ গ্রেড ২১ জন, এ – গ্রেড ১৩ জন, বি গ্রেড ১০ জন, সি গ্রেড ২৬ জন এবং ডি গ্রেড ৩ জন সহ ১জন অকৃতকার্য হয়েছে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টির অধ্যক্ষ আরও জানান, এবছর জেডিসি পরীক্ষায় পাশের হার ৯৮.৭২ শতাংশ। কাশিমাড়ী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজর অধ্যক্ষ এসএম আব্দুল হাই জানান, এবছর অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজর কাড়া সাফল্য অর্জন করেছে। সদ্য প্রকাশিত জেএসসি পরীক্ষায় এবছর অত্র প্রতিষ্ঠান হতে জিপিএ পাঁচ পেয়েছে ৯ জন, এ গ্রেড ২০ জন, এ – গ্রেড ২৪ জন, বি গ্রেড ৩৪ জন, সি গ্রেড ৩৯ জন সহ অকৃতকার্য হয়েছে ১৩ জন। কাশিমাড়ী আদর্শ মহিলা সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: আব্দুর রহমান বলেন, এবছর অত্র মাদ্রাসা হতে জেডিসি পরীক্ষায় ৪২জন অংশ নিয়ে শত ভাগ পাশ করেছে। যার মধ্যে জিপিএ -৫ পেয়েছে ৬ জন, এ গ্রেড পেয়েছে ২৩ জন, এ – গ্রেড পেয়েছে ৬, বি গ্রেড পেয়েছে ৩ জন এবং সি গ্রেড পেয়েছে ৪ জন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version