Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জের ভদ্রখালী পশ্চিমপাড়া ফোরকানিয়া মাদ্রাসা ও জামে মসজিদের সম্পত্তি ও অর্থ অবৈধভাবে আত্মসাত করতে না পেরে ভুয়া কমিটি করে বর্তমান কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুশলিয়া ইউনিয়নের ভদ্রখালী পশ্চিমপাড়া ফোরকানিয়া মাদ্রাসা ও জামে মসজিদের সভাপতি আমির আলী মোড়ল লিখিত বক্তব্যে বলেন, বিগত ২৬/০৫/২০১৭ তারিখে অত্র এলাকার সকল মুসল্লীদের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে আমাকে সভাপতি ও নূর ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এরপর নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠানের কাগজপত্র পর্যালোচনা করে জানতে পারি মাদ্রাসার নামে সম্পত্তি রয়েছে ৯ একর ৯১ শতক এবং মসজিদের নামে সম্পত্তির রয়েছে ৯৪শতক। এই সম্পত্তির মধ্যে মাদ্রাসার নামীয় ২ বিঘা সম্পত্তির হারির কোন টাকা গত ২২ বছর যাবৎ কোন প্রতিষ্ঠান পায় না। এছাড়া দুটি প্রতিষ্ঠানের নামীয় সম্পত্তির মধ্যে পূর্বের কমিটির সদস্যরা যোগ সাজশ করে অবৈধভাবে আত্মাসাতের লক্ষে ২৪ বিঘা সম্পত্তি তাদের আতœীয় স্বজনদের নামে কৌশলে রেকর্ড করিয়েছে। নতুন কমিটি উক্ত সম্পত্তি উদ্ধারের জন্য তৎপরতা শুরু করলে পূর্বের কমিটির সদস্যরা নতুন কমিটির ৮ জন সদস্যকে কৌশলে ম্যানেজ করে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেয়। এ ঘটনায় গত ১০/০৮/২০১৯ তারিখে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ ইবাদুল ইসলামসহ জুম্মার নামাজে উপস্থিত শত শত মুসুল্লীদের উপস্থিতিতে প্রতিষ্ঠানের স্বার্থ বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ওই ৮জন সদস্যকে বহিষ্কার করা হয়। একই সাথে আরো নতুন ৮ সদস্যকে কমিটিতে অন্তভুক্ত করা হয়। বহিষ্কৃত ৮ জন সদস্যসহ পূর্বের কমিটির দুর্নীতিবাজ সভাপতি ও সম্পাদকের প্রতিষ্ঠানের সীল ও প্যাড জালিয়াতি করে সৌদি আরবে জেলখাটা আসামি শামছুর রহমানকে সভাপতি ও লম্পট আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে একটি ভুয়া রেজুলেশন তৈরি করে। এরপর ওই রেজুলেশন দেখিয়ে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে। অথচ উক্ত কমিটির ৯ জন সদস্য কিছুই জানেন না। আমরা ইতোমধ্যে উক্ত ২৪ বিঘা সম্পত্তি উদ্ধারের জন্য আদালতে একটি দেওয়ানি মামলাও দায়ের করি। উক্ত মামলায় প্রতিষ্ঠানের পক্ষে অগ্রগতি দেখে তারা প্রতিষ্ঠানের সম্পত্তি নিজেদের দখলে রাখতে মরিয়া হয়ে ওঠে এবং নানা ষড়যন্ত্রে লিপ্ত থাকে। এরই জের ধরে প্রতিষ্ঠানের সম্পত্তি আমরা অন্যত্র বিক্রির পায়তারা চালাচ্ছি মর্মে আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা, হয়রানিমূলক মামলা দায়ের করে। অথচ পূর্বের কমিটি এ দুটি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকাকালে অর্থ ও জমির হারির টাকা না দিয়ে তা আত্মসাতসহ প্রতিষ্ঠানের সম্পত্তি আতœীয় স্বজনদের নামে রেকর্ড করিয়ে ভোগদখল করে আসছিল। আমরা এর প্রতিবাদ করায় তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির পাঁয়তারা চালাচ্ছে। এমতাবস্থায় তিনি (আমির আলী) দুর্নীতিবাজ শামছুর ও আবু তাহেরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু কামনা করেছেন। সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন, ভদ্রখালী পশ্চিমপাড়া ফোরকানিয়া মাদ্রাসা ও জামে মসজিদের পরিচালনা কমিটির সদস্য আমজাদ হোসেন, আবুল কালাম গাজী ও আব্দুল গফফার প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version