Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা শুরু

নিজস্ব প্রতিনিধি: সারাদেশের ন্যায় কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। এ কর্মসূচীতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি পেশার মানুষ স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক রাসেল। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিববর্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবগত করেন। এছাড়াও থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ নিজ নিজ দপ্তরের কর্মপরিকল্পনা তুলে ধরেন। সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মাঠে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর বর্ণাঢ্য মুজিব র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঁকশিয়ালী সেতু সংলগ্ন বঙ্গবন্ধু মুর‌্যালে যেয়ে শেষ হয়। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, কালিগঞ্জ সরকারি কলেজ, রোকেয়া মনসুর ডিগ্রি কলেজ, কালিগঞ্জ পাইলট সরকারী বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু মুর‌্যালে পুষ্পমাল্য অর্পণ করে। বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে ও সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, গাজী আজিজুর রহমান, মাস্টার নরীম আলী মুন্সি, শেখ নাজমুল ইসলাম, অ্যাড. হাবিব ফেরদাউস শিমুল প্রমুখ। এছাড়াও বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে উপজেলা পরিষদ মাঠে একযোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনে ক্ষণগণনার উদ্বোধন করা হয়। পরবর্তীতে স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও জন্ম শতবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এ উপলক্ষে দক্ষিণ শ্রীপুর বাজার প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ে যেয়ে আলোচনা সভায় মিলিত হয়। সেখানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফসার আলীর সঞ্চালায় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version