Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জের বড়শিমলা কারবালা ও সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় এবং রতনপুর ইউনিয়নের সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান সোমবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে বেলা ১২ টায় পরিচালনা পর্ষদের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য আবুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। সহকারী প্রধান শিক্ষক ইউসুফ আলী ও সিনিয়র শিক্ষক সুব্রত সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কোমল সরদার, আবু হাসান, সাতক্ষীরা জেলা হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সহ সভাপতি রেজাউল ইসলাম বাপ্পী, ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এজাজ আহমেদ প্রমুখ। পরে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানা গেছে। সুরত আলি মাধ্যমিক বিদ্যালয়: সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীদের বরণ অনুষ্ঠান বেলা ১১ টায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এসএম ছায়িদুর রহমানের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জিএম সুরত আলী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাঠুনিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সভাপতি সোহেল রানা বাবু, কাঠুনিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেডেন্ট মাওলানা আবু বকর সিদ্দিক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম গোলাম ফারুক, পিডিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খগেন্দ্র নাথ,সাতহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা খাতুন, চুনাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ, খুব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রায়হান শরিফ,বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য এসএম আমিনুর রহমান, তরুন কুমার মল্লিক প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করে বিদায়ি ছাত্রী বৈশাখী বালা গায়েন, নবম শ্রেণির ছাত্রী সাদিয়া স্বপ্না, ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ফারজানা ইয়াসমিন প্রমুখ। পরে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। চলতি বছর ৭৮ জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version