Site icon suprovatsatkhira.com

কলারোয়া উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা, চোরাচালান-সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

কলারোয়া অফিস: কলারোয়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫জানুয়ারি) উপজেলা অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, স্বাস্থ্য কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, এস আই রইস উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সীমান্তবর্তী বিওপির বিজিবি প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ প্রমুখ। সভায় ‘কলারোয়ার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করে চোরাচালান, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে’ বলে জানানো হয়। ‘মুজিব বর্ষ’কে সঠিক ভাবে পালনে কাজকরী ভূমিকা রাখার জন্য সকলকে ধন্যবাদ দেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধে ও ভাষার শহীদদের নামে বিভিন্ন সড়কের নাম করণের জন্য প্রস্তাব ছিল সেটার কার্যক্রম চলমান বলে জানান তিনি। বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মুজিববর্ষকে সামনে রেখে উপজেলার সকল সরকারী প্রতিষ্ঠানে সফলতা ও ব্যর্থতার একটি কর্ম তালিকা প্রকাশের দাবি জানান এবং মাদক এখনও আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নাই বলে ও দাবি করেন। এখনও মাইকে মসজিদে টাকা তোলায় ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করে জরুরী ভিত্তিতে এর প্রতিকার চান কলারোয়া গার্লস পাইলট স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, তিনি কলারোয়া সরকারী হাসপাতালের বেহাল সড়কটির দুই ধার দখল মুক্ত করে সম্প্রসারণের দাবি জানান। আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে মাসিক সভা অনুষ্ঠিত হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version