জানুয়ারি ২৩, ২০২০
এনইউবিটি খুলনার স্প্রিং ২০২০ ওরিয়েন্টেশন
নর্দান ইউনিভারসিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা স্প্রিং ২০২০ সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নতুন শিক্ষার্থীদের বরন করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগীয় প্রধান প্রোফেসর ড. ফিরোজ আহমেদ। তিনি বলেন, দেশে দক্ষ জনশক্তি গঠনে এ বিশ্ববিদ্যালয় যে ভূমিকা রাখছে তা সত্যি প্রশংসনীয়। বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ও এনউবিটি খুলনার ব্যবসা প্রশাসন বিভাগের উপদেষ্টা শরীফ মোহাম¥দ খান, ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক, মার্কেটিং ব্যান্ডিং এন্ড প্রমোশানাল বিভাগের প্রধান মাসুম মুরতাজা, রেজিস্টার ড. মো: শাহ আলমসহ বিভিন্ন বিভাগেরে বিভাগীয় প্রধানগণ, প্রোক্টর, ছাত্র উপদেষ্টা, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এনউবিটি খুলনার ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম মনিরুল ইসলাম। অনুষ্ঠান শেষে একই বিভাগের বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 8,561,558 total views, 263 views today |
|
|
|