জানুয়ারি ২৮, ২০২০
এতিম শিশুদের ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : এমপি রবি
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক)’র বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সরকারি শিশু পরিবার (বালক) প্রাঙ্গণে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে সরকারি শিশু পরিবার (বালক)’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এমপি রবি বলেন,‘সরকারি শিশু পরিবারের কোমলমতি এতিম শিশুদের উন্নত শিক্ষার সাথে সাথে ভাল মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। কোমলমতি এতিম শিশুদের সু নাগরিক হিসেবে গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনা এতিম শিশুদের কল্যাণে অর্থ বরাদ্দ বাড়িয়ে দিয়েছেন। প্রতিটি শিশু বড় হয়ে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য সাধারণ শিক্ষার পাশা পাশি কারিগরি শিক্ষা দেওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা’র চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা, সরকারি শিশু পরিবার (বালক) পরিচালনা কমিটির সদস্য ড. দিলারা বেগম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, আয়েশা খাতুন, সুমনা শারমিন, মো. হাবিবুর রহমান, মো. শহিদুল ইসলাম প্রমুখ। 8,477,793 total views, 2,521 views today |
|
|
|