Site icon suprovatsatkhira.com

একনেক সভায় সাড়ে ৩শ কোটি টাকার অনুমোদন : পাইকগাছায় প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী ও এমপিকে অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগের আনন্দ মিছিল

পাইকগাছা প্রতিনিধি: জাতীয় একনেক সভায় খুলনার ১৮ মাইল ভায়া পাইকগাছা হয়ে কয়রা উপজেলা পর্যন্ত রাস্তার ৬৪ কিলোমিটার বাঁক সরলী ও বর্ধিত করণ রাস্তার উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়ায় আ’লীগের আনন্দ মিছিল হয়েছে। ২০ জানুয়ারি জাতীয় একনেক সভায় ৩৩৪ কোটি ৫৪ লক্ষ টাকার এ প্রকল্পের অনুমোদন দিলে এবার এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা বিভাগীয় শহর খুলনায় যাতায়াতের একমাত্র রাস্তার ৫৪ টি বাঁক সোজা হবে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার অবসান ঘটবে। এ খবরে মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা সদরে আনন্দ মিছিল করে বাজার চৌরাস্তা মোড়ে উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক ও সেতুমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী ও শেখ হেলাল উদ্দীন (এমপি) ও পাইকগাছা-কয়রার এমপি আকতারুজ্জামান বাবুকে অভিনন্দন জানান। সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরণ কুমার সাধু, আ’লীগ নেতা আক্তারুজ্জামান সুজা, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্রভাষক ময়নুল ইসলাম, হেমেশ মন্ডল, প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি, শাহাবুদ্দীন শাহীন, বিমল সরকার, আব্দুর রউফ, আরেফিন সিদ্দিকী, এম.এম. আজিজুল হাকিম, আকরামুল ইসলামসহ দলীয় কর্মী। এ বিষয়ে সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু প্রধানমন্ত্রী, সড়ক ও সেতু মন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী সহ শেখ হেলাল উদ্দীন এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পাইকগাছা-কয়রা সড়কের বাঁক সোজা ও বর্ধিত করার জন্য এটা ছিল তার নির্বাচনি প্রতিশ্রুতি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version