Site icon suprovatsatkhira.com

ইটাগাছায় ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট: ইটাগাছায় কাগজপত্র যাচাই-বাছাই ও তদন্ত পূর্বক পৈতৃক সম্পত্তি রক্ষা এবং চিহ্নিত ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ইটাগাছা গ্রামের মৃত জিয়াদ আলীর স্ত্রী জামেলা খাতুন ও তার চার কন্যা ফরিদা, জাহানারা, রাশিদা, মনোয়ারা। লিখিত বক্তব্যে তারা বলেন, পলাশপোল মৌজার এস এ ২৭৫২ নং খতিয়ানে ইব্রাহিম ও গহর আলীর অংশ হতে ইং ২/০৮/৭১ তারিখে বখতিয়ার হোসেন ৯২ শতক জমি ক্রয় করে ভোগদখল থাকা অবস্থায় উক্ত সম্পত্তি সমীর রায়ের কাছে বিক্রয় করে। সমির রায় ৯২ শতক সম্পত্তি ভিন্ন ভিন্ন দলিলে ৯ দাগ মিলিয়ে শওকত আলী ও নূরুল ইসলামের নিকট বিক্রয় করেন। শওকত ও নূরুল ইসলাম উক্ত সম্পত্তির ১৩৯৯০ দাগের ৩৭ শতক জমির মধ্য হতে শওকত আলী ও নুরুল ইসলামের ১২ শতক সম্পত্তির মধ্যে ৫কাঠা জমি জিয়াদ আলীর নিকট বিক্রয় করেন। উক্ত সম্পত্তি দখলে থাকা অবস্থায় জিয়াদ আলী ২ ছেলে, ১ স্ত্রী ও ৪ কন্যা রেখে মৃত্যুবরণ করেন। জিয়াদ আলীর মৃত্যুর পর তার স্ত্রী ও ৪ কন্যা ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হয়ে তাদের অংশ থেকে ৪.৬৪ শতক জমি রেকসনা বরাবর দানপত্র কোবলামূলে হস্তান্তর করেন। উল্লেখিত কাশেম, আকছেদ ও উত্তম কুমার সাহা এর বিরুদ্ধে অত্র এলাকার অসহায় মানুষের কাছ থেকে জোরপূর্বক সম্পত্তি দখল করে অন্যত্র বিক্রয়সহ নানা অভিযোগ রয়েছে। এসব ঘটনায় পত্র-পত্রিকায় একাধিক সংবাদও প্রকাশিত হয়েছে। বিশেষ করে খড়িবিলা এলাকার এক প্রতিবন্ধীর সম্পত্তি দখলের চেষ্টা করেছিল ওই বাহিনী। এ ঘটনায় ওই প্রতিবন্ধী সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগও দায়ের করেছিলেন। আমরা গোপনে ভূমি অফিস, রেজিস্ট্রি অফিসে যাচাই-বাছাই পূর্বক সঠিক তদন্তের দাবি জানাচ্ছি। যদি তদন্তে আমাদের দাবি মিথ্যা হয় তাহলে আমাদের যা সাজা হবে তা মাথা পেতে নেবো। আর যদি আমাদের প্রাপ্য হয় তাহলে আমাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version