Site icon suprovatsatkhira.com

ইছামতি নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন কালে আটক-৫

এমএ মামুন, দেবহাটা: দেবহাটায় ইছামতি নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন কালে পুলিশের হাতে ৫জন আটক হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় ভারত বাংলাদেশের সীমান্তবর্তী নদী ইছমতিতে দেবহাটা থানা সংলগ্ন এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন করাকালে দেবহাটা থানার এসআই আবু হানিফ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতরা হলেন, আশাশুনি উপজেলার নাংলা গ্রামের শহিদুল গাজীর ছেলে আব্দুর রহমান (৩০), কালিগঞ্জ উপজেলার চাচাই গ্রামের ওয়াজেদ আলী গাজীর ছেলে মোজাম্মেল হক, একই উপজেলার কালিকাপুর গ্রামের হাবিবুল্লাহর ছেলে মিলন সরদার (২৮) একই গ্রামের আজিবর রহমান ঢালির ছেলে আবুল হাসান (২৫) এবং দেবহাটা উপজেলার খাসখামার এলাকার মৃত আনছার আলী মোল্যার ছেলে হৃদয় হোসেন (৩০)। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ১মাস করে সাজা প্রদান করেন। স্থানীয়রা জানান, বালু উত্তোলনকারী একটি চক্র স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে। তাছাড়া এই বালু উত্তোলনের পর নদীর পাড়ে রাখার ফলে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রজাতির গাছ বিনষ্ট হচ্ছে। এতে এক দিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে অপর দিকে নদী গর্ভ থেকে বালু উত্তোলনের ফলে নদীর পাড় ভেঙে ভুখন্ড বিলীন হচ্ছে বাংলাদেশের সীমান্ত। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, সীমান্তবর্তী নদী ইমামতিতে দেবহাটা থানা সংলগ্ন এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন করায় এসআই আবু হানিফ সঙ্গীয় ফোর্স নিয়ে ৫জনকে আটক করে। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন জানান, অবৈধ ভাবে বালু উত্তোলন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫জনকে ১মাস করে সাজা প্রদান করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version