খাজরা(আশাশুনি)প্রতিনিধি : খাজরায় অসহায়, দরিদ্র, মাদ্রাসা পড়–য়া এতিম শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকালে খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খালিয়া সরকারি প্রাইমারি স্কুল চত্তরে শীতবস্ত্র বিতরণের আয়োজন করে ঢাকা’র আমিন ইসলাম গ্রæপ। শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন আমিন ইসলাম গ্রæপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসাইন। তিনি জানান, আমাদের যতটুকু সম্ভব তাই নিয়ে অসহায় শীতার্ত ও এতিম শিশুদের পাশে দাড়িয়েছি। যদি সমাজের বিত্তবানরা এ সমস্ত অসহায়দের পাশে দাড়াতো তাহলে সমাজে অভাবি লোক থাকত না। এসময় উপস্থিত ছিলেন আমিন ইসলাম গ্রæপের ইঞ্জি. মেহেদী হাসান, সাকিল হোসেন, প্রধান শিক্ষক মেহেদী হাসান, শফিকুল ইসলাম, আব্দুল মজিদ সানা, কবিরুল ইসলামসহ গ্রামের গন্যমান্য ব্যক্তি বর্গ।