Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে সনাতন হিন্দু ধর্ম মহা সম্মেলন অনুষ্ঠিত

আশশুনি প্রতিনিধি : দেশ ও জাতির মঙ্গল কামনায় সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে আশাশুনিতে সনাতন হিন্দু ধর্ম মহা সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) হাড়িভাঙ্গা হাইস্কুল প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করে আশাশুনি, হাড়িভাঙ্গা, সব্দলপুরসহ ৪১ গ্রামের ধর্মপ্রাণ গ্রামবাসী। বাংলাদেশ প্রণব মঠের সভাপতি দিগি¦জয়ানন্দজী’র সভাপতিত্বে ও ঢাকা প্রণব মঠের অধ্যক্ষ সঙ্গীতানন্দজীর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন আশাশুনি মঠের অধ্যক্ষ সোমানন্দজী, বাজিতপুর মঠের মহিমানন্দজী ও মানবানন্দজী, শ্রীরামকাটি মঠের অধ্যক্ষ গীতানন্দজীসহ অন্যান্য ধর্মীয় বক্তাগণ। এর আগে দুপুর থেকে মহানাম সংকীর্তন ও ভজন সঙ্গীত পরিবেশন করেন আশাশুনি সেবা শ্রমের গৌর মিলন সম্প্রদায়। বিকালে রামায়ণ গান পরিবেশন করেন গড়ইখালীর তপবন সম্প্রদায়। রাতে আলোচনা সভা শেষে গুরুপূজা, শিবপূজা ও কৃষ্ণপূজার পর প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version