Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে নতুই বই পেয়ে আনন্দে আত্মহারা সকল শিশু-কিশোর

আশাশুনি প্রতিনিধি : সারা দেশের ন্যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আশাশুনিতে প্রতিটি স্কুল-মাদ্রাসায় বই দিবস পালিত হয়েছে। বছরের শুরুতে নতুই বই পেয়ে শিশু কিশোরদের আনন্দের সীমা নেই। সকালে উঠেই তাদের নাওয়া খাওয়া ভুলে নতুন বই নিতে স্কুলে ভীড় করতে দেখা গেছে।
বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টায় আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি সরকারী কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, এস আই পিযূষ কান্তি ঘোষ প্রমুখ।
এছাড়া আশাশুনি বালিকা বিদ্যালয়ের হলরুমে বই বিতরণ অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি ঢালী সামছুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার।
আশাশুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিরাঞ্জন কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম।
আশাশুনি বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের হলরুমে জাহাঙ্গীর হায়দার লালুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান। এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সেকেন্দার আলী, শিক্ষক জগন্ময় মিস্ত্রী, কাকলী বাইন প্রমুখ।
আশাশুনি আলিয়া মাদ্রাসার হলরুমে ম্যানেজিং কমিটির সভাপতি শাহজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা সুপার ড. আবুল হাসান, শিক্ষক আবুল কালাম আযাদ, মুজাহিদুর রহমান, ইউপি সদস্য তারিকুল আওয়াল সেজি প্রমুখ।
এছাড়া উপজেলার প্রতিটি স্কুল-মাদ্রাসায় বই দিবস পালনের খবর পাওয়া গেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version