Site icon suprovatsatkhira.com

আলফা ও আলিমের জেল গেটে জিজ্ঞাসাবাদের স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্র পক্ষের আবেদন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার চোরাকারবারি আলফা ও আলিমকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশের স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছে। সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে সোমবার এ আবেদন করেছেন পিপি অ্যাড. আব্দুল লতিফ। এর আগে গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার সাতক্ষীরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মো: রেজওয়ানুজ্জামান তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। চোরাকারবারি এ দুই সহোদর দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে। সাতক্ষীরা জজ আদালতের পেশাকার টিটু মল্লিক জানান, গত ৯ জানুয়ারি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক আলফা-আলিমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ আদেশের বিরুদ্ধে আসামিরা সংক্ষুব্ধ হয়ে জেলা জজ আদালতে (ক্রিমিনাল রিভিশন ১১/২০) আপিল করেন। সোমবার আপিলের শুনানি শেষে বিচারক শেখ মফিজুর রহমান আসামিদের জেল গেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন। তিনি আরো জানান, এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে যাবেন বলে ৩০ দিনের স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছেন। মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা সদর থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি বর্তমানে ডিবি পুলিশের কাছে তদন্তাধীন রয়েছে। সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড আব্দুল লতিফ জানান, আসামিরা জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন জানালে আদালত আগামী রবিবার জামিন শুনানির দিন ধার্য করেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version