Site icon suprovatsatkhira.com

আনুলিয়ায় পৈতৃক জমি জবর দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে আনুলিয়ার পাইকপাড়া গ্রামে পৈতৃক সম্পত্তি জবর দখল চেষ্টা ও মিথ্যা প্রচারণার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে পাইকপাড়া প্রাইমারি স্কুলের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পাইকপাড়া গ্রামের মৃত ফেরদৌস হোসেনের ছেলে মহসীন আলী বলেন- পাইকপাড়া মৌজায় আমাদের পরিবারের ৬ জন এসএ রেকর্ডীয় মালিক তাদের পৈতৃক ৪ একর সম্পত্তি সমবণ্টনে রেকর্ড হওয়ার কথা থাকলেও আমার এক চাচা মহাতাব উদ্দিনের নামে অতিরিক্ত ১৩ শতক জমি বেশি রেকর্ড হয়েছে। জানতে পেরে আমরা রেকর্ড সংশোধনের জন্য মামলা ১১৭৫/১৮ রুজু করেছি যার বিচার চলমান রয়েছে। এরপরও মাহতাব উদ্দিনের পৌত্র হেলাল উদ্দিনের নেতৃত্বে গত মাসে আমার ১৬ শতক ও স্কুলের কাছ থেকে ডিড নেওয়া ৯ শতক জমিতে বাঁশের ঘেরা বেড়া দিয়ে জবর দখলের চেষ্টা করেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটনের দপ্তরে গ্রাম আদালতে ৫ জন বাদী হয়ে হেলাল উদ্দিন দিংকে বিবাদী করে পৃথক পৃথক ৫টি মামলা করলে ২১ ও ২৮ ডিসেম্বর দুদিন শুনানি কালে বিবাদী পক্ষকে অবৈধ ঘেরা উঠিয়ে নিয়ে পরবর্তীতে শুনানির দিন ধার্য করে কাগজপত্র দেখে ও সরেজমিন মাপ জরিপ করে উভয় পক্ষের জমির সীমানা নিদ্ধারণ করার সিদ্ধান্ত জানানো হলে উভয় পক্ষ মেনে নিয়ে যায় কিন্তু ৪ জানুয়ারি ধার্য দিনে বিবাদী পক্ষ উপস্থিত হয়নি। তখন আদালতের সিদ্ধান্ত মোতাবেক গ্রাম পুলিশ অবৈধ বেড়া উঠিয়ে দিয়ে উভয় পক্ষকে ১১ জানুয়ারি দিন ধার্য করেন। কিন্তু বিবাদীরা আদালতের সিদ্ধান্ত অবমূল্যায়ন করে পত্রপত্রিকায় ষড়যন্ত্রমূলক ভাবে সংবাদ প্রকাশ করিয়ে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহের পাশাপাশি চেয়ারম্যানসহ বাদি পক্ষের সম্মানহানির চেষ্টা করেছে। মানববন্ধনে তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version