জানুয়ারি ৫, ২০২০
সাবেক ইউপি সদস্য মহিউদ্দীন সরদার আর নেই, শোক!
![]() শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ.ইউ.এম গোলাম বারীর পিতা, কাশিমাড়ী ইউপির সাবেক ইউপি সদস্য বিশিষ্ট সমাজসেবক প্রবীণ জননেতা মহিউদ্দীন সরদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। রোববার (৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়ি কাশিমাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১০ বছর। তিনি ২ পুত্র, ১ কন্যা, নাতি -নাতনী, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঐ দিন আছর নামাজ বাদে কাশিমাড়ী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে উপস্থিত থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সাবেক সংসদ সদস্য গাজি নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল বারী, সাবেক চেয়ারম্যান গাজি আনিছুজ্জামান আনিচ, এসএম আব্দুর রউফ, মাস্টার আব্দুল ওয়াহেদ, শিক্ষক আব্দুল মান্নান, এস এম আবুল হোসেন, শিক্ষক মাওলানা এসএম আব্দুল হাই, আজিজুল হক সরদার, আব্দুর রশিদ ঢালী, এস এম আব্দুল হাকিম, হযরত আলী, মাওলানা মুফতি আব্দুল খালেক, মোজাহিদুল ইসলাম, মাওলানা ইউনুস আলী, মাওলানা ইদ্রিস আলী সহ এলাকার শতাধিক মুসল্লি বৃন্দ। 6,241,347 total views, 4,558 views today |
|
|
|