Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়রে প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, বেলুন- ফেস্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,‘ক্রীড়া শক্তি ক্রীড়া বল। ক্রীড়াই পারে আত্মবিশ্বাস ও মনোবল বাড়াতে। সুস্থ ও সবল থাকতে পারলেই সৃজনশীল শিক্ষিত ও উন্নত জাতি তৈরি হবে। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তাদের সেরা পারফর্মেন্স উপহার দেবে বলে আশা করি।’
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনি অনুষ্ঠানে শীতের সকালে এক মনোরম পরিবেশে পুষ্প বৃষ্টি ও ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে অতিথিদের বরণ করে নেয় শিক্ষার্থীরা। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোরম নৃত্যের তালে ডিসপ্লে পরিবেশন করে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়ের হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সামিমা ইসমত আরা, জি.এম জুলফিকার আব্দুল্লাহ, মো. আনিসুর রহমান, উম্মে হাবিবা, মো. আবুল খায়ের, মো. আলাউদ্দিন, দীপা সিন্ধু তরফদার, মমতাজ হোসেন, মো. হাবিবুল্লাহ প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করে বিদ্যালয়ের শিক্ষার্থী সাগরিকা সাহা, ফারিহা জান্নাত ও মারজান বিনতে আমানউল্লাহ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version