ডেস্ক রিপোর্ট: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে সাতক্ষীরা পি এন বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক পতœী লাভলী কামাল ও পুলিশ সুপার পতœী নাদিয়া আফরোজ। অতিথিবৃন্দ পি এন বিয়াম স্কুলের পরিচ্ছন্ন আঙিনা এবং সুশৃঙ্খল পরিবেশ দেখে মুগ্ধ হন এবং আশা প্রকাশ করেন ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা তথা ক্লিন বাংলাদেশ গ্রিন বাংলাদেশ বিনির্মাণ পি এন বিয়াম ল্যাবরেটরি স্কুলের ছাত্রছাত্রীরা কার্যকর ভূমিকা পালন করবে। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।