Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল খেলা উদ্বোধন আজ

ডেস্ক রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র আয়োজন ১৮ জানুয়ারি শনিবার থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২০’ ফুটবল খেলা। এ উপলক্ষে শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ০৪টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে ২০ সদস্যের সাতক্ষীরা জেলা ফুটবল দল ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলার ফারহা দীবা খান সাথী, কাউন্সিলার শেখ শফিক উদ দৌলা সাগর, জেলা ফুটবল দলের প্রধান সমন্বয়কারী মো. আহম্মাদ আলী সরদার, কোচ ইকবাল কবির খান বাপ্পি, কিরণ¥য় সরকার, মাধব দত্ত, শেখ মাসুদ আলী, আবুল কাশেম বারর আলী, রেফারি আসাদুর রহমান আসাদ প্রমুখ। আজ শনিবার (১৮ জানুয়ারি) বিকাল ২টা ৩০ মিনিটে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২০ এর উদ্বোধনি অনুষ্ঠানে মুখো-মুখী হবে সৌগতিক সাতক্ষীরা জেলা দল বনাম পিরোজপুর জেলা দল। বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২০’উপলক্ষে জেলা ফুটবল দল বাছাইয়ের লক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশের পর ৬০ জন খেলোয়াড় বাছাই পর্বে অংশ নেয়। ৮দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে বাছাইয়ে ২০ সদস্যের সাতক্ষীরা জেলা ফুটবল দল ঘোষণা করা হয়েছে। সাতক্ষীরা জেলা দলের খেলোয়াড়রা হলেন- কাবিজ, বিদ্যুৎ, মামুন, আরিজ, হাফিজুর, লিটন, পারভেজ, তোতন, জহির, মহানন্দ, সালাম, পলাশ, সাগর, সুমন, বেল্লাল, সিদ্দিক, জাকির ও মিয়ারাজ। সাতক্ষীরা জেলা ফুটবল দল ঘোষণাকালে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তারা ছাড়াও, স্থানীয় খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও জেলা ফুটবল দলের খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version