জানুয়ারি ১৩, ২০২০
সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
![]() ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলায় নিরিবিলি কমিউনিটি সেন্টার এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহŸায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহŸায়ক মোদাচ্ছেরুল হক হুদা, চেয়ারম্যান আব্দুর রউফ, হাবিবুর রহমান হবি, জেলা বিএনপির সদস্য সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহম্মেদ চিশতি প্রমুখ। সভায় সাতক্ষীরার সকল উপজেলা সাংগঠনিক সভার সিদ্ধান্ত হয়। আগামী ১৮ই জানুয়ারি শ্যামনগর, ১৯ জানুয়ারি দেবহাটা, ২০ জানুয়ারি সাতক্ষীরা পৌর, ২১ জানুয়ারি সাতক্ষীরা সদর, ২২ জানুয়ারি আশাশুনি ও ২৩ জানুয়ারি কালিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সভার তারিখ ঘোষণা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম। এসময় বক্তারা বলেন সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে জেলা বিএনপির সকল অঙ্গসহযোগী সংগঠনকে শক্তিশালী করতে হবে। বেগম খালেদা জিয়াকে জেলখানা থেকে মুক্ত করতে কাঁধে কাঁধ মিলিয়ে নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 6,208,425 total views, 3,556 views today |
|
|
|