ডেস্ক রিপোর্ট: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা কিন্ডারগার্টেন’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রোফেসর আমানুল্লাহ আল হাদী। বিশেষ অতিথি সুপ্রভাত সাতক্ষীরার সম্পাদক ও সাজেক্রীস সাতক্ষীরার সাধারণ সম্পাদক কে এম আনিছুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমারেশ কুমার দাশ। এসময় শিশু শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক মন্ডলীরা বার্ষিক এ অনুষ্ঠান উপভোগ করতে আসেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হেড টিচার রফিকুল হাসানের প্রতি বছর জমকালো আয়োজনে শিশুদের মেধা মননে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানান অতিথিরা। অনুষ্ঠান চলাকালে অনাকাংখিত বৃষ্টির কারণে ¤øান হলে প্রতিযোগিতা ও ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের বাকি অংশ আগামী ৬ই জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।