Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় চাউল সংগ্রহের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষধু হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সতক্ষীরা সদর উপজেলার অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০১৯-২০ মৌসুমে চাউল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টায় সাতক্ষীরা সদর উপজেলা খাদ্য গুদামে খাদ্য বিভাগ সাতক্ষীরা’র আয়োজনে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০১৯-২০ মৌসুমে চাউল সংগ্রহের উদ্বোধন কালে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপপরিচালক সাতক্ষীরা মো. হুসাইন শওকত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, উপস্থিত ছিলেন খাদ্য গুদামের ইনচার্জ মাসুদুর রেজা, সদর উপজেলা খাদ্য পরিদর্শক হুমায়ূন বাসিদ, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, জেলা রাইচ মিল মালিক সমিতির কোষাধ্যক্ষ শেখ আব্দুর রশিদ প্রমুখ। এবছর সিদ্ধ চাউল প্রতি কেজি ৩৬ টাকা ও আতপ চাউল প্রতি কেজি ৩৫ টাকা দরে সাতক্ষীরা সদর উপজেলার সিদ্ধ চাউলের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭শ’৫ মে: টন ও আতপ চাউল ১শ’৮ মে: টন, কলারোয়া উপজেলার সিদ্ধ চাউলের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫শ’২৪ মে: টন ও আতপ চাউল ৩শ’ মে: টন, দেবহাটা উপজেলার সিদ্ধ চাউলের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২শ’৫৩ মে: টন ও আতপ চাউল ১৪ মে: টন, কালিগঞ্জ উপজেলার সিদ্ধ চাউলের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬শ’৪১ মে: টন ও আতপ চাউল ৪৫ মে: টন, শ্যামনগর উপজেলার সিদ্ধ চাউলের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫শ’১ মে: টন ও আতপ চাউল ৬৬ মে: টন, আশাশুনি উপজেলার সিদ্ধ চাউলের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২শ’৯০ মে: টন ও আতপ চাউল ৩৫ মে: টন, তালা উপজেলার সিদ্ধ চাউলের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩শ’৩৫ মে: টন ও আতপ চাউল ৩২ মে: টন। সিদ্ধ চাউল প্রতি কেজি ৩৬ টাকা ও আতপ চাউল প্রতি কেজি ৩৫ টাকা দরে জেলায় অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০১৯-২০ মৌসুমে চাউল সংগ্রহের সিদ্ধ চাউলের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ২শ’৪৯ মে: টন এবং আতপ চাউলের লক্ষ মাত্রা ধরা হয়েছে ৩শ’৩০ মে: টন। ১৬ জানুয়ারি থেকে সংগ্রহ অভিযান চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি-২০২০ পর্যন্ত।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version