Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় গৃহ নির্মাণ অর্থ বিতরণ

ডেস্ক রিপোর্ট: মুজিববর্ষ ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার/প্রতিষ্ঠানের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত বিনামূল্যে ঢেউ টিন ও গৃহ নির্মাণ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ঢেউ টিন ও গৃহ নির্মাণ অর্থ বিতরণ করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘মুজিববর্ষে আমার নির্বাচনি এলাকার অসহায় মানুষ ত্রাণ ও টিনের জন্য কষ্ট পেতে পারে না। আমার জীবদ্দশায় আমার এলাকার অসহায় দরিদ্র মানুষ যেন কষ্ট না পায় সে লক্ষে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার তাই বারবার আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা বাঙালী জাতির ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উপস্থিত সকলকে মানবতার মা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করার আহŸান জানান এমপি রবি।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখ হারুন উর রশিদ, শেখ নুরুল হক, মো. শহিদুল ইসলাম, মকসুমুল হাকিম, কোহিনুর ইসলাম প্রমুখ। এসময় সদর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version