Site icon suprovatsatkhira.com

সাইক্লোন বুলবুল’র আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করলেন এমপি রবি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌর এলাকায় সাইক্লোন বুলবুল এর আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে পৌরসভা চত্বরে সাতক্ষীরা পৌরসভার আয়োজনে ও জার্মান দূতাবাস বাংলাদেশ’র অর্থায়নে এবং ব্র্যাকের সহযোগিতায় পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। পৌর এলাকার ৭শ’৫০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, খাতা ও পেনসিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ শেষে ফিতা কেটে ব্র্যাক আরবান প্রকল্পের সহায়তায় নাগরিক সেবার লক্ষে সাতক্ষীরা পৌরসভার পানির ট্রাক উদ্বোধন করছেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দীন সফি, খন্দকার আরিফ হাসান প্রিন্স, পৌরসভার কাউন্সিলার কাজী ফিরোজ হাসান, শেখ শফিক উদ-দৌলা সাগর, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মো. শফিকুল আলম বাবু, মো. শহিদুল ইসলাম, শেখ আব্দুস সেলিম, মহিলা কাউন্সিলার জ্যোৎস্না আরা, ফারহা দীবা খান সাথী, অনিমা রাণী মন্ডল প্রমুখ। এসময় সাতক্ষীরা পৌরসভা ও ব্র্যাকের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version