Site icon suprovatsatkhira.com

সর্বক্ষেত্রে বসুন্ধরার পণ্য বাংলাদেশে প্রথম হবে : সাতক্ষীরায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর

রমিজুল ইসলাম রমিজ: দেশের সর্ব বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেছেন, সর্বক্ষেত্রে বসুন্ধরার পণ্য বাংলাদেশে প্রথম হবে। দেশবাসীর জন্য সুখবর হলো ২০২০ সালে প্রতিদিন আরও ১০ হাজার মেট্রিক টন বেশি সিমেন্ট উৎপাদনে সক্ষম হয়েছে বসুন্ধরা গ্রুপ। ধারাবাহিকভাবে ভালো মানের সিমেন্ট উৎপাদনের কারণে দেশের সকল বৃহৎ স্থাপনা নির্মাণে সবুন্ধরা ও কিং ব্রান্ড সিমেন্ট এককভাবে ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন ‘১এর পথে এক সাথে আমরা সবাই বসুন্ধরা পরিবারের সদস্য হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বসুন্ধরা গ্রæপের সিমেন্ট সেক্টরের ২৫ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহরের মোজাফফর গার্ডেনে বসুন্ধরা গ্রæপের সিমেন্ট সেক্টরের উদ্যোগে আয়োজিত বসুন্ধরা ও কিং ব্রান্ড সিমেন্টের দক্ষিণ বঙ্গের পরিবেশক, রিটেইলার ও তাদের পরিবারের সদস্যদের ‘১এর পথে এক সাথে’ শীর্ষক এক বর্ণিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রæপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংসুক হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল লতিফ, এসিস্ট্যান্ড জেনারেল ম্যানেজার জিয়ারুল ইসলাম প্রমুখ। বসুন্ধরা ও কিং ব্রান্ড সিমেন্টের দক্ষিণ বঙ্গের পরিবেশক, রিটেইলার ও তাদের পরিবারের পাঁচ হাজার সদস্যের মিলন মেলায় সাতক্ষীরার মোজাফফর গার্ডেন মুখরিত হয়ে ওঠে। স্থানীয় শিল্পীদের গান ও নাচে জমজমাট হয়ে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাথে ক্লোজ আপ ওয়ানের তারকা মুহিনের সংগীত পরিবেশনায় মেতে ওঠে সবাই। দুপুরে মধ্যাহ্ন ভোজের পর বসুন্ধরা গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর কিং ব্রান্ড সিমেন্টের ২৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটেন। পরে পরিবেশক ও রিটেইলারদের অংশগ্রহণে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্র অনুষ্ঠানে প্রথম স্থান অধিকারী গোপালগঞ্জের সরদার এন্টার প্রাইজের নাইম সরদারের হাতে প্রাইভেট কারের চাবি তুলে দেন প্রধান অতিথি সায়েম সোবহান আনভীর। পরে একে একে দেওয়া হয় আরও ২৪টি আকর্ষণীয় পুরস্কার।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version