জানুয়ারি ২৪, ২০২০
সমাজ পরিবর্তনে উন্নত জাতি গঠনের কোন বিকল্প নেই : মৌচাক সাহিত্য সম্মেলনে আকতারুজ্জামান বাবু এমপি
পাইকগাছা প্রতিনিধি: খুলনা-৬ (পাইকগাছা-কয়রা’র) এমপি আকতারুজ্জামান বাবু বলেছেন, সমাজ পরিবর্তনে বা উন্নত জাতি গঠনে মুক্তমনা চিন্তা-ভাবনার কোন বিকল্প নেই। শুক্রবার সকালে থানা সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে মৌচাক সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এর প্রতিষ্ঠা বার্ষিকী ও সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রধান অতিথি সাংসদ বাবু আরো জানান, সমাজে বেশি করে বর্তমান প্রজন্মের শিশুদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, গণমানুষের জাতীয় কবি-নজরুল, পল্লী কবি জসীমউদ্দীন সহ অন্যান্য কবি-সাহিত্যিকদের লেখা-লেখি ও কাব্যচর্চার প্রয়োজন হয়ে পড়েছে। তিনি কবি ও সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখা-লেখি ও সংবাদ পরিবেশনের অনুরোধ করে বলেন, একনেক সভায় খুলনা ডুমুরিয়া থেকে নির্বাচনি এলাকা পাইকগাছা-কয়রা পর্যন্ত সড়কের ঝুকিপূর্ন বাঁক সোজা ও বর্ধিত করণ প্রকল্পে সাড়ে ৩ কোটি টাকার বেশি বরাদ্দ করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এছাড়া সুন্দরবন সংলগ্ন উপক‚লীয় এ অঞ্চলের ৭ টি পোল্ডারের টেকসই বেঁড়িবাধ নির্মাণে মহা পরিকল্পনার অংশ হিসেবে একটি প্রকল্প মন্ত্রীপরিষদে যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এটি বাস্তবায়ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং তিনি এ কাজে সকলের সহযোগিতা কামনা করেছেন। মৌচাক সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি প্রবন্ধকার নলিনী কান্ত সানার সভাপতিত্বে প্রতিষ্ঠাতা কবি পঞ্চানন মল্লিকের পরিচালনায় সম্মেলনে প্রধান আলোচক ছিলেন প্রোফেসর আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসি এমদাদুল হক শেখ, ওসি (তদন্ত) আশরাফুল আলম, আনোয়ার ইকবাল মন্টু, অধ্যক্ষ রবিউল ইসলাম প্রমুখ 8,288,427 total views, 10,068 views today |
|
|
|