জানুয়ারি ৩১, ২০২০
সভাপতি শাহিনুর সেক্রেটারি আল আমিন : শ্যামনগরে প্রাথ. বিদ্যা. কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন
![]() শ্যামনগর অফিস: উৎসব মুখর পরিবেশে শ্যামনগরে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার(৩১ জানুয়ারি)সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ৯৪জন ভোটারের মধ্যে ৯১জন ভোটার ভোট প্রদান করেন। ১৫টি পদের বিপরীতে ৩৭জন প্রার্থীর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রিজাইডিং অফিসার প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, এ নির্বাচনে সভাপতি পদে বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী মো: শাহিনুর ৪২ ভোট (বিজয়ী), আমিনুজ্জামান নান্টু ২৮ ভোট, বাবলা কুমার মন্ডল ১৯ ভোট, সিনি. সহ-সভাপতি রবিউল ইসলাম ৪২ ভোট(বিজয়ী), আঃ রউফ হোসেন ২৫ ভোট, হাবিবুর রহমান ২১ ভোট, সহ-সভাপতি পদে তাপস কুমার মন্ডল ৩৬ ভোট (বিজয়ী), আব্দুল্যাহ আল মামুন ৩৫ ভোট(বিজয়ী), আবতাবুজ্জামান ৩১ ভোট(বিজয়ী),আবুল হাসান ২৯ ভোট , আবুজার রহমান ২৭ ভোট, মুজিবুর রহমান ২ভোট, সাধারণ সম্পাদক পদে সোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী আল আমিন ৪১ ভোট(বিজয়ী), সিরাজুল ইসলাম ২৪ ভোট, সোহেল রানা ছোট ২০ ভোট, সিনি. যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রসেনজিৎ সরদার ৩৭ভোট(বিজয়ী), আবুল হাসান ২৮ ভোট, মিলন কুমার মন্ডল ১৯ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবু ইসহাক ৩১ ভোট (বিজয়ী),জয়দেব সরদার ২৩ ভোট, অর্থ সম্পাদক পদে আবুল হক ৫৩ ভোট(বিজয়ী), শাহিন আলম ২৯ভোট, সাংগঠনিক সম্পাদক পদে আরমান সোহেল ২৯ ভোট (বিজয়ী),তথ্য ও প্রচার সম্পাদক পদে প্রভাষ মন্ডল ৩০ ভোট (বিজয়ী), ক্রীড়া সম্পাদক পদে দেবাশিস মন্ডল ৩১ ভোট(বিজয়ী), দপ্তর সম্পাদক সোহেল রানা ৩৩ ভোট (বিজয়ী),সমবায় সম্পাদক ইকবাল হোসেন ৩৩ ভোট(বিজয়ী) ,শিক্ষা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে বিল¬াল হোসেন বিনা প্রতিদ্ব›িদ্বতায় বিজয় লাভ করেন। এ নির্বাচনের উপদেষ্টা দীনেশ চন্দ্র মন্ডল, প্রধান নির্বাচন কমিশনার প্রধান শিক্ষক পরিমল কুমার কর্মকার, নির্বাচন কমিশনারগণ হলেন- প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম হেলাল, প্রধান শিক্ষক গণেশ চন্দ্র সাহা,রোকনুজ্জামান, আব্দুল হাকিম, সহকারী প্রিজাইডিং অফিসার প্রধান শিক্ষক দেলওয়ার হোসেন, প্রধান শিক্ষক এ, টি, এম, আশরাফুল হুদা, পোলিং অফিসার সহকারী শিক্ষক মামুনুর রশীদ ও সহকারী শিক্ষক নুরনবী দায়িত্ব পালন করেন। 6,238,619 total views, 1,830 views today |
|
|
|