Site icon suprovatsatkhira.com

সকলের প্রচেষ্টায় একটি আদর্শ দুর্নীতিমুক্ত সবুজ সাতক্ষীরা গড়ে তোলা হবে : ফিংড়ীতে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল

জি.এম আজিজুল ইসলাম ফিংড়ী (সদর) প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিববর্ষ-২০২০) ও “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা তথ্য অফিসের আয়োজনে ও ফিংড়ী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। এসময় তিনি বলেন, বাল্য বিবাহ প্রতিরোধ, সন্ত্রাস ও মাদক নির্মূলে সরকার জিরো টলারেন্স নিয়ে কাজ করছে। ইতোমধ্যে দুর্নীতিমুক্ত সাতক্ষীরা গড়ে তোলার লক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইউনিয়ন ভূমি অফিস পর্যন্ত দুর্নীতিমুক্ত ঘোষণা করা হয়েছে। কোন অফিসে যদি কেউ দুর্নীতি বা হয়রানির শিকার হয়, সাধারণ মানুষের সাথে যদি কোন কর্মকর্তা অসদাচরণ করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলের প্রচেষ্টায় একটি আদর্শ দুর্নীতিমুক্ত সবুজ সাতক্ষীরা গড়ে তোলা হবে। জেলা প্রশাসক আরও বলেন, পাসপোর্ট ও বিআরটিএ অফিস থেকে মানুষ সরাসরি সেবা নেয়। ইতোমধ্যে এই দুটি অফিসকে সতর্ক করা হয়েছে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হচ্ছে। অবৈধ ইটভাটা মালিকদের সতর্ক করা হয়েছে। যাদের ভাটার লাইসেন্স নেই, পরিবেশ দূষণ করছে তাদের তিনদিনের মধ্যে ভাটা অপসারণ করে নিতে বলা হয়েছে। না করলে ভ্রাম্যমাণ আদালত দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। যারা উন্নয়নে বাধা হবে, দুর্নীতিতে যুক্ত হবে, তাদের সমূলে উৎপাটন করা হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সদর উপজেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, মো. মোজাম্মেল হক, মো. শাহজাহান আলী, স্যামুয়েল ফেরদৌস পলাশ, শেখ মনিরুল হোসেন মাসুম, লুৎফর রহমান, চেয়ারম্যান মো. সামছুর রহমান। মুশফিকুর রহমান মিল্টন, শেখ মোনায়েম হোসেন, মেজবা উদ্দীন টপি, শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন প্রমুখ। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে সবব্জি বিক্রেতা জোড়দিয়া গ্রামের শেখ সাইদুল ইসলাম কে একটি ভ্যান, সদর উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির কৃতি শিক্ষার্থী ফারহানা জান্নাত কে একটি বাই-সাইকেল উপহার দেওয়া হয় এবং ফিংড়ী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version