শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত ডাক্তারদের সাথে মতবিনিময় ও নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে মতবিনিময় সভা অ্যাম্বুলেন্স উদ্বোধন কালে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা অজয় সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হোসাইন সাফায়েত , সাইদুজ্জামান সাইদ, খালেদা আইয়ুব ডলি, জি এম আকবর কবির, জাহিদ সুমন, গাজী আল ইমরান, সরদার আমজাদ হোসেন মিঠু সহ হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ। মতবিনিময় শেষে সাংসদ জগলুল হায়দার মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার নতুন অ্যাম্বুলেন্স ও হাসপাতালের নতুন রাস্তার উদ্বোধন করেন।