Site icon suprovatsatkhira.com

শ্যামনগর পাউবোর বেড়ীবাঁধ কেটে পাইপ স্থাপন

মোস্তফা কামাল, শ্যামনগর: শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদী ভাঙন ভামিয়া জাপান প্রোজেক্ট সংলগ্ন ৫ নং পোল্ডারে বেড়ীবাঁধ কেটে পাইপ বসাচ্ছে স্থানীয় কতিপয় ঘের মালিক। এ বিষয় শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদেরকে জানানো হলেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা জানান, ঘের মালিকরা ইউপি চেয়ারম্যান এর সহযোগিতায় এস ও শাহানাজ পারভীনকে ম্যানেজ করে কালভার্ট সংস্কারের নাম করে বেড়ীবাঁধ সম্পূর্ণ কেটে নতুন পাইপ বসাচ্ছেন। বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান বাবু ভবতোষ কুমার মন্ডলের সাথে কথা হলে তিনি বলেন, এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য সংস্কার করা হচ্ছে। বিষয়টি শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বলা হয়েছে। তবে বর্তমানে জলাবদ্ধতার বিষয়টি সত্য নয়, মৎস্য ঘেরে পানি উঠানোর জন্য পাইপ বসানো হচ্ছে। শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট এসও শাহানাজ পারভীন বলেন, আমাকে জানিয়ে চেয়ারম্যান পাইপ বসাচ্ছেন। বেড়ীবাঁধ কেটে ব্যক্তিগত কালভার্ট সংস্কারের বিষয়টি আইন বহির্ভূত কিনা ? এ বিষয়ে তিনি বলেন, যে জায়গা ভেঙে গেছে সেই জায়গা কেটে সংস্কার করবে পুরা রাস্তা কাটা হচ্ছে না। প্রকৃতপক্ষে পাউবোর বেড়ীবাঁধ কাটার অনুমতি দিতে পারেন কি না এসও শাহনাজ পারভীন এ প্রশ্ন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নদী ভাঙন এলাকার মানুষের। এসও শাহানাজ পারভীন ইতিপূর্বে দাতিনাখালী নদী ভাঙন এলাকায় বালি ভর্তি জিও বস্তার কাজ করার সময় সাবেক মেম্বর হায়দার আলী ও জুয়েলের নাইন্টি পাইপ উঠিয়ে দেন। বস্তা বিছানোর পর পরই ঐ কাঁকড়া হ্যাচারী মালিকরা তার সাথে যোগাযোগ করে আবারও ভাঙন ক‚লে পাইপ বসান। এ বিষয়ে বেড়ীবাঁধ কাটার ছবিসহ স্থানীয় ও আঞ্চলিক একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে জেলার নির্বাহী প্রকৌশলীর নির্দেশে এসও শাহানাজ পারভীন বাদী হয়ে শ্যামনগর থানায় এজাহার দাখিল করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version