জানুয়ারি ১৭, ২০২০
শ্যামনগরে লিগ্যাল এইডের কর্মশালা অনুষ্ঠিত
![]() শ্যামনগর অফিস: ‘মুজিববর্ষে আইনগত সহায়তা ও কল্যাণকর রাষ্ট্র’ এর আওতায় সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে লিগ্যাল এইডের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির সাথে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির আইনগত সহায়তা প্রদান বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি জেলা লিগ্যাল কমিটির চেয়ারম্যান বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে বলেন, কোন বিষয়ে সৃষ্ট সমস্যা আলাপ -আলোচনার মাধ্যমে দ্রæত সমাধান করা যায়, তথাপি লিগ্যাল এইড এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা ও অসচ্ছল ব্যক্তিদের জন্য আহার করানো সহ যাতায়াতের খরচও জোগানো হয়। জেলা লিগ্যাল এইড কমিটির অফিসার বিজ্ঞ সিনিয়র সহকারী জজ সালমা আক্তার এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পাভেল রায়হান, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড: এম, শাহ আলম, অ্যাড: আব্দুল লতিফ (পিপি), অ্যাড: তপন কুমার দাস (এপিপি), শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস, এম, আতাউল হক দোলন, কালিগঞ্জ পুলিশ সার্কেল জামিরুল ইসলাম (এএসপি), উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাফরুল আলম চৌধুরী ও শ্যামনগর থানা ওসি (তদন্ত) ইয়াছিন আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান অ্যাড: শোকর আলীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনায় সহায়ক ভূমিকা পালন করেন মেম্বর গাজী গোলাম মোস্তফা। 6,202,412 total views, 1,809 views today |
|
|
|